জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির উদ্যোগের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবের ভোটে শরিক হল ভারতও

জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে চায় আমেরিকা। এই উদ্যোগের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে এক প্রস্তাবে ভোটে অধিকাংশ দেশের শরিক হল ভারতও। কয়েক দিন আগেই দিল্লিতে সৌদি আরব-সহ ১১টি আরব দেশের রাষ্ট্রদূতেরা মার্কিন উদ্যোগের বিরুদ্ধে ভারতের আরও স্পষ্ট অবস্থান দাবি করে বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। ভারতের ভোট দেখে তাঁরাও নিশ্চয়ই নিশ্চিন্ত হয়েছেন। ভারতের বক্তব্য, কেন্দ্রে কংগ্রেস বা বিজেপি সরকার নির্বিশেষে প্যালেস্টাইন বিবাদ নিয়ে ভারতীয় অবস্থান অপরিবর্তিত থেকেছে। নিজেদের আদর্শগত অবস্থান ও স্বার্থ বিবেচনা করেই ভারত নিজেদের নীতি নির্ধারণ করেছে। সাম্প্রতিক কালে ইজরায়েল ও আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠতর হতে দেখেই দুশ্চিন্তায় পড়েছিল আরব দেশগুলি। এখন এরা নিশ্চয়ই নিশ্চিন্ত।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট