ভারতের শত্রু রাষ্ট্ররা প্রভূত শক্তিশালী।যুদ্ধ বাধলে তারা নিজেদের দেশে বসেই ভারতের ওপর চালাতে পারে ক্ষেপণাস্ত্র আক্রমণ। সে সব ক্ষেপণাস্ত্র বহন করতে পারে পরমাণু অস্ত্রও। সে সব ঠেকাতে ভারতকেও তৈরি রাখতে হবে ক্ষেপণাস্ত্র-বিরোধী ঢাল। তারই প্রস্তুতিতে ভারত পরীক্ষামূলক ভাবে ২,০০০ কিলোমিটার দূর থেকে উড়ে-আসা মিসাইল ঠেকাতে আত্মরক্ষামূলক পাল্টা মিসাইল প্রয়োগে ধ্বংস করল শত্রু মিসাইল।পরের পর্য্যায়ে পরীক্ষা হবে ৫,০০০ কিলো মিটার দূরত্ব থেকে আসা ক্ষেপণাস্ত্র ঠেকানোর। বৃহস্পতিবারের পরীক্ষায় মিসাইল ধ্বংস করা হল বঙ্গোপসাগরের ওপরে। ভারতের আশঙ্কা, শত্রু রাষ্ট্রের লক্ষ্য হতে পারে দিল্লি ও মুম্বই। তাই ক্ষেপণাস্ত্র-বিরোধী ঢালের আয়োজন।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট