নীরব মোদীর ৬৩৭ কোটি টাকা বাজেয়াপ্ত

নীরব ও তার মামা মেহুল চোকসি মিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকা চুরি করে এ বছর জানুয়ারি মাসে বিদেশে পালিয়ে যায়। নীরব আশ্রয় নেয় লন্ডনে, আর মেহুল অ্যান্টিগায়।

ভারত ছাড়ার দিন কয়েক পরেই ২৩ জানুয়ারি সুইৎজারল্যান্ডের দাভোস শহরে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের ছবিতে নীরবের উপস্থিতি নিয়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে এবং নীরবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারই জেরে ইডি নিউ ইয়র্কে নীরবের একটি বিলাস বহুল অ্যাপার্টমেন্ট এবং মুম্বইয়ের একটি ফ্ল্যাট সহ বেশ কিছু দামি অলংকার বাজেয়াপ্ত করেছে। তবে সব মিলিয়ে তার দাম হবে ৬৩৭ কোটি টাকা। তার মানে, এখনও আরও ১২ হাজার কোটি টাকা পাওনা রইল।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট