ভারত-চিন সীমান্তে সংঘাতের পারদ ক্রমশই চড়ছে

ভারত-চিন সীমান্তে সংঘাতের পারদ ক্রমশই চড়ছে। এই পরিস্থিতিতে চিনের ওপর আরও চাপ বাড়াল ভারত। লাদাখে যুদ্ধবিমানের পাশাপাশি এবার আকাশসীমা রক্ষায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ভারত।

সংশ্লিষ্ট সূত্রের খবর, কয়েক দিন ধরেই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা যুদ্ধবিমান ও হেলিকপ্টারের উপস্থিতি বাড়ছিল। এমনকী, সম্প্রতি, পাক-অধিকৃত কাশ্মীরে চিনা যুদ্ধবিমানের অবতরণের ঘটনাও সামনে এসেছে।এই পরিস্থিতিতে চিনের মোকাবিলায় লাদাখ সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ভারত। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ভূমি থেকে আকাশে দ্রুত কার্যকরী "আকাশ" ক্ষেপণাস্ত্রকে লাদাখে মোতায়েন করেছে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা।

উল্লেখ করা যেতে পারে গত ১৫ জুন, গালওয়ান উপত্যকায় ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্টের কাছে চিনা সেনার হামলায় ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ওইসব এলাকায় চিন আকাশসীমা লঙ্ঘন করলে তার জবাব দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে ‘আকাশ’-এর মতো ক্ষেপণাস্ত্র। যা কয়েক মুহূর্তে ফাইটার এয়ারক্রাফ্ট বা ড্রোন ধ্বংস করে দিতে পারে বলে খবর।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট