ভারতে সুপ্রিম কোর্টে রোহিঙ্গা মামলা

সোমবার সুপ্রিম কোর্টে যে রোহিঙ্গা মামলা উঠল, তাতে ভারত সরকারের বক্তব্য, মানবিকতার চেয়েও বড় বিষয় দেশের নিরাপত্তা। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভারতে বসবাসের কোনও আইনি অধিকার নেই। স্পষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে, কিছু রোহিঙ্গা অবাঞ্ছিত কাজে লিপ্ত রযেছে। উত্তর-পূর্ব রাজ্যগুলিতে রোহিঙ্গা আগমন ঘটলে সেখানে অশান্তি ছড়াবে। বাংলাদেশ হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ চলছে পশ্চিমবঙ্গেও। ভারতীয় বৌদ্ধ নাগরিকদের পক্ষেও রোহিঙ্গারা বিপদের কারণ হয়ে উঠতে পারে। পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই ও বিভিন্ন ইসলামী জঙ্গী গোষ্ঠী রোহিঙ্গাদের মধ্যে সক্রিয় এবং সেটা ভারতের পক্ষে বিপজ্জনক। মূলত যে দুটি হলফনামার ভিত্তিতে শীর্ষ আদালতে এই মামলা, তার একটি দায়ের করেছেন ভারতে চলে-আসা দুই রোহিঙ্গা এবং অপরটি বিশিষ্ট মানবাধিকার আইনজীবি প্রশান্ত ভূষণ। আগামী ৩ অক্টোবর মামলাটি ফের আদালতে উঠলে তাঁদের তরফে বক্তব্য পেশ করা হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট