দিল্লিতে অটো এক্সপো-তে একাধিক মডেলের ইলেকট্রিক গাড়ি

Models pose alongside the Kia SP SUV Concept car after its launch at India Auto Show 2018 in Greater Noida, India

আর খনিজ তেল নয়, বাকি পৃথিবীর মত ভারতেও ভবিষ্যতে গাড়ি চলবে ইলেকট্রিকে। সে বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে দিল্লিতে চলতি অটো এক্সপো-তে। সেখানে বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা এক বা একাধিক মডেলের ইলেকট্রিক গাড়ি তুলে ধরেছে। এদের মধ্যে রয়েছে মারুতি, টয়োটা, হন্ডা, হুন্ডাই, টাটা ইত্যাদি সংস্থা। পেট্রোল বা ডিজেলের ভান্ডার ফুরিয়ে এসেছে, কাজেই বিকল্প হিসেবে ইলেকট্রিক ছাড়া গত্যন্তর কি? কিন্তু সমস্যাও রয়েছে। প্রথমত, পেট্রোল-ডিজেল গাড়ির চেয়ে ইলেকট্রিক গাড়ির দাম অন্তত দু গুণ বেশি। অবশ্য গাড়ি চালানোর খরচ অনেক কম। দ্বিতীয়ত, সারা দেশে অসংখ্য ইলেকট্রিকের ব্যাটারি চার্জ করানোর পরিকাঠামো তো দরকার। নির্মাতারা বলছেন, এই পরিকাঠামো ছাড়া গাড়ি চলবে কেমন করে?

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট গাড়ি