"বন্দে ভারত" এর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

করোনা ভাইরাস জনিত কারণে যুক্তরাষ্ট্রে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত থেকে যে বিমানের বন্দোবস্ত করা হয়েছে সেগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। "বন্দে ভারত" নামে এই উড়ানগুলি ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া গত কয়েক মাস ধরে চালিয়ে আসছে‌। কিন্তু গতকাল যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, দুই দেশের মধ্যে যে উড়ানের চুক্তি রয়েছে, ভারতের পক্ষ থেকে এই বিমানগুলি চালানোর ফলে সেই চুক্তির শর্ত লংঘন করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার বিমানে সে দেশের নাগরিকদের যাতায়াতের ব্যবস্থা করছে এবং আটকে পড়া নাগরিকদের কাছ থেকে টিকিটের ভাড়াও নেওয়া হচ্ছে। কিন্তু চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা সেরকম সুযোগ পাচ্ছে না। ভারতের একতরফা এই কাজের ফলে সুস্থ বাণিজ্যিক প্রতিযোগিতার আবহাওয়া ক্ষুন্ন হচ্ছে। সুতরাং যুক্তরাষ্ট্র সরকার এখন ভারতীয় বিমানের এই উড়ানগুলি, যাকে "বন্দে ভারত" বলা হয় সেগুলি বন্ধ রাখছে। ৩০ দিন পরে নতুন করে পরিস্থিতি যাচাই করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এই ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে পুরো ব্যবস্থাটা খতিয়ে দেখা হবে এবং কোথাও কোনও গোলমাল থাকলে তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

"বন্দে ভারত" এর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ