দার্জিলিঙে ৪৮ ঘণ্টার মধ্যে ৪ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট দার্জিলিঙে ৪৮ ঘণ্টার মধ্যে ৪ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠাতে নির্দেশ দিয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ ছিল, কেন্দ্রের অসহযোগিতার জন্য পাহাড়ে অশান্তি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিনই পাহাড়ে অগ্নিসংযোগের অবাধ ঘটনা ঘটে চলেছে। সরকারি অফিস, রেল স্টেশন, এমনকি লাইব্রেরিতেও আগুন লাগিয়ে দিচ্ছে গোর্খাল্যান্ড আন্দোলনকারীরা। অবশ্য পাহাড়ের কোন দলই হিংসার দায় নিতে রাজি নয়।

বিচারপতিদের ক্ষোভ, যা খুশি চলছে পাহাড়ে। রাজনৈতিক দলগুলির তবু কোন হেলদোল নেই।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্ত।