শুক্রবার নিখোঁজ হওয়া ভারতীয় বায়ুসেনার বিমানটির, রবিবারও খোঁজ মেলেনি

শুক্রবার সকলে চেন্নাই থেকে পোর্ট ব্লেযার যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার ২৯ যাত্রী সহ যে বিমানটি, রবিবারও তার কোনও খোঁজ নেই। তল্লাশীতে নেমেছে ১৯টি জাহাজ ও ১৭টি বিমান। এখনও পর্যন্ত খোঁজাখুজি চলছে বঙ্গোপসাগরের ৫,০০০ বর্গ কিলোমিটার এলাকায়। এই অবস্থায় বিমানটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ৫০% বলে জানাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন। যদি অনুসন্ধান এলাকা আরও সম্প্রসারিত করে ৯,০০০ বর্গ কিলোমিটার করতে হয়, তখন কিন্তু সাফল্যের সম্ভাবনা কমে আসবে মাত্র ২০ শতাংশে। সমুদ্রের ঠিক কোন অংশে বিমানটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি, তা নির্ধারণ করা হচ্ছে বিমানের উড়ানের পথ, নিখোঁজ হওয়ার সময় সেটির উচ্চতা, গন্তব্য ইত্যাদি বিভিন্ন বিষয় বিচার করে। কিন্তু সমুদ্রের অসীম জলরাশির অতল গভীরে একটি বিমানকে খুঁজে পাওয়া খড়ের গাদায় ছুঁচ খুঁজে পাওয়ার মতই কঠিন।

Your browser doesn’t support HTML5

শুক্রবার নিখোঁজ হহওয়া ভারতীয় বায়ুসেনার বিমানটির, রবিবারও খোঁজ মেলেনি