ভারতের নির্বাচন কমিশনে তালিকা থেকে বহুদল বাদ পড়েছে

সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন নিজেদের তালিকা থেকে বাদ দিয়ে দিল ২৫৫টি অত্যন্ত ছোট রাজনৈতিক দলের নাম। কেননা, ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে এই দলগুলি কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করেনি। এর পরেও কিন্তু দেশে ১,৭৬১টি ছোটখাট দল রয়েছে। আরও আছে ৬৫টি জাতীয় ও আঞ্চলিক দল। বাদ-যাওয়া ২৫৫টি দলের মধ্যে ১৮০টি উত্তর প্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, বিহার, মহারাষ্ট্র অনধ্র প্রদেশ, এই ৫ রাজ্যে নথিভুক্ত। দিল্লিতে সবচেয়ে বেশি সংখ্যক দল নথিভুক্ত - ২৪৮। পশ্চিমবঙ্গে মাত্র ৪৫টি এমন দল।

যে রাজ্যে যত বেশি দল, সেখানকার মানুষ তত বেশি রাজনৈতিক ভাবে সচেতন, এমনও বলা চলে না। দল তো অনেক, কিন্ত সঙ্গে নেতা-কর্মী কোথায়?

Your browser doesn’t support HTML5

শুনুন কোলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন