আমি কোনোদিনই জননেতা ছিলাম না: রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়

"মমতা জননেত্রী। অনেক জনপ্রিয়। আমি কোনোদিনই জননেতা ছিলাম না। তাই আশির দশকে পৃথক দলগড়া আমার বিরাট ভুলছিল।"-নিজের আত্মজীবনীর দ্বিতীয় খন্ডের প্রকাশ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ্যে এই মন্তব্য করছেন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়।

বর্তমানে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে সিপিএমের সঙ্গে মমতা বিরোধী জোট গড়া নিয়ে যে জল্পনা চলছে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসে, ঠিক সেই সময় প্রনব মুখোপাধ্যায়ের এভাবে প্রকাশ্যে মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসা করে তাকে সফল জননেত্রী আখ্যা দেওয়া অনেকটাই রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ভাষনে রাষ্ট্রপতি বলেছেন, আজ আমার স্বীকার করতে দ্বিধা নেই আমি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা দল গঠন করার সিদ্ধান্ত নিয়ে চরম ভুল করেছি। কারন আমি জননেতা ছিলাম না কোনো দিনই। আমার কোনো অনুগামী গোষ্ঠী কিংবা জনগণের সমর্থন ছিল না। বর্তমানে যা আছে মমতার। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

আমি কোনোদিনই জননেতা ছিলাম না: রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়