পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে জবাবদিহি চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের জবাবদিহি চেয়েছে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। পাশাপাশি আজ মঙ্গলবার বিনীত সারন এবং বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ এই মামলায় জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনকে যুক্ত করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এ বিষয়ে রিপোর্ট চাওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে জবাবদিহি চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত বলা যেতে পারে অতিসম্প্রতি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক হামলার ঘটনাগুলির জন্য বিশেষ তদন্তকারী দল গড়ার দাবিতে গত ২ মে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি-পর্বেই আজ মঙ্গলবার দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্র ও রাজ্য সরকারের বক্তব্য জানতে চায়। ভোটের পরেও কেন হামলা থামছে না, কী ভাবে হিংসার ঘটনা থামানো যেতে পারে তা-ও জানতে চেয়েছে শীর্ষ আদালত।আবেদনকারী পক্ষের আইনজীবী শ্রুতি আগরওয়াল শুনানি-পর্বে অভিযোগ করেন খুন, মারধরের পাশাপাশি পশ্চিমবঙ্গ ভোট পরবর্তী হিংসার ঘটনায় বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। আগামী ৭ জুন মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে।