সামাজিক দূরত্ব মেনে স্কুলে ফিরে আসছে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা

জাকার্তার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পুনরায় খোলার প্রথম দিন শিক্ষার্থীরা মাস্ক পরে ক্লাসে উপস্থিত হয়

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কিছু কিছু এলাকায় প্রায় এক বছরেরও বেশি সময় পরে প্রথমবারের মতো স্কুলের ঘণ্টা বেজেছে। কারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে যাবার ফলে সেখানে বন্ধ হওয়া স্কুলগুলিকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।

জাকার্তায় মাস্ক পরা শিক্ষার্থীরা একটি স্কুল ভবনে প্রবেশের আগে তাদের হাত ধুয়ে নিচ্ছে

জাকার্তা এডুকেশন এজেন্সি কর্তৃক নির্ধারিত মান পাস করা মোট ৬১০টি স্কুল তাদের দরজা খুলে দিয়েছে, যদিও এখনো অনেক রকম সতর্কতা অব্যাহত রয়েছে। এমনকি স্কুলগুলি পুনরায় চালু হওয়ার পরেও, সরকারী নির্দেশিকা অনুযায়ী শ্রেণীকক্ষের অনেক ঐতিহ্য পরিবর্তন করতে হয়েছে। যেমন ক্লাসে আড্ডা দেওয়া যাবে না, ফেসমাস্ক সব সময় পরতে হবে এবং ক্লাস শেষে কেউ শ্রেণীকক্ষ ছাড়তে পারবে না। দুই শিফটে ক্লাস নিতে হবে এবং স্কুলগুলিকে অবশ্যই ক্লাসের ধারণ ক্ষমতার ৫০ ভাগ কমিয়ে আনতে হবে।

এছাড়া, অতি অবশ্যই শিক্ষকদের টিকা দিতে হবে।