গতকাল বৃহস্পতিবারের মতো আজও শুক্রবারও ভারতের দৈনিক সংক্রমণ হল সাড়ে ১৬ হাজারের বেশি। এই নতুন আক্রান্তের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। কেরলেও তা সাড়ে ৩ হাজারের বেশি। এ মাসের শুরুতে দেশের দৈনিক সংক্রমণ ১০-১২ হাজারে নেমেছিল। কিন্তু মহারাষ্ট্রে গত কয়েকদিনে সংক্রমণ বৃদ্ধি বদলে দিয়েছে সেই ছবি। পাশাপাশি দৈনিক মৃত্যুও এখন আবার ১০০-র ছাড়াচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণও চলছে পুরোদমে।
Your browser doesn’t support HTML5
মহারাষ্ট্রে গত কয়েকদিনে সংক্রমণ বৃদ্ধি
ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষের বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৭৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার ৪৯১ জন। এর মধ্যে ২১ লক্ষ ২৯ হাজার ৮২১ জনই মহারাষ্ট্রের। কেরলেও তা প্রায় সাড়ে ১০ লক্ষ। কেন্দ্রের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন সংক্রমণের ৮৯ শতাংশই হয়েছে মাত্র ৭টি রাজ্য থেকে। কয়েকটি রাজ্যের পরিস্থিতি খারাপ হলেও অধিকাংশ রাজ্যে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ।