পঙ্গপাল মোকাবেলায় পাকিস্তানের বিরল পদক্ষেপ

পাকিস্তানের কৃষকেরা পঙ্গপাল হামলার এক বিরল সমাধান খুঁজে পেয়েছেনI পঙ্গপাল হামলায় পাকিস্তান ও ভারত উভয় দেশই সমূহ ঝুঁকির মুখেI ভারত পাকিস্তানকে পঙ্গপাল নিধনে অংশীদার হওয়ার আবেদন জানায়I পাকিস্তানের কৃষকেরা গবেষণা করে দেখতে পেয়েছেন যে,মোরগ-মুরগির জন্য এই পতঙ্গ উচ্চ প্রোটিন সম্পন্ন খাবার হতে পারেI কৃষকেরা তাই এখন এসব পতঙ্গ ধরতেই ব্যস্ত থাকছেনI

পাকিস্তানের কৃষি গবেষণায় নিয়োজিত কর্মকর্তা, মুহম্মদ খুরশিদ বলেন, ২০১৯ সালের ইয়েমেনের একটি ঘটনা তাদের উৎবুদ্ধ করেছেI ইয়েমেনে তখন শ্লোগান ছিল "ওরা ফসল খাওয়ার আগে পঙ্গপালকে খেয়ে ফেল"I