ডাক বিভাগের অতিরিক্ত অর্থায়নের জন্য আজ প্রতিনিধি পরিষদের জরুরি অধিবেশন

Election 2020-Post Office

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ আজ শনিবার এক ব্যতিক্রমী জরুরি অধিবেশনে বসছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে নভেম্বরের নির্বাচনের সময়ে ডাক মারফত বিপুল সংখ্যক ভোট প্রদানের প্রস্তুতির জন্যই দেশের ডাক বিভাগের জন্য ডেমক্র্যাটরা যে জরুরি অর্থ বরাদ্দ চাইছেন সে কারণেই এ্ই অধিবেশন। ডেমক্র্যাটরা অতিরিক্ত অর্থায়ন হিসেবে আড়াই হাজার কোটি ডলার চাইছেন। তাছাড়া সাম্প্রতিক সময়ে যে সব পরিবর্তন হয়েছে, যেমন উচ্চ গতিসম্পন্ন চিঠিপত্র বাছাইয়ের যন্ত্র এবং রাস্তায় স্থাপিত নীল রঙের ডাক বাক্স অপসারণ আর কর্মচারীদের বেশি সময়ের কাজের জন্য বাড়তি পারিশ্রমিক কমিয়ে আনা সে সব বাতিলের প্রস্তাবও ডেমক্র্যাটরা উপস্থাপন করবেন। এই প্রস্তাব যিনি তৈরি করেছেন, ডেমক্র্যাটিক দলের ক্যারলাইন মেলনি বলেছেন যে, সাম্প্রতিক ঐ সব পরিবর্তন ডাক বিভাগের কার্যকারিতাকে হুমকির মুখে ফেলেছে এবং আমাদের গণতন্ত্রকে খর্ব করছে।

তবে পোষ্ট মাস্টার জেনারেল, যিনি নিজেও রিপাবলিকানদের পক্ষে তহবিল সংগ্রহ করছেন গতকাল সেনেটারদের বলেছেন যে, নির্বাচনের সময়কার ডাক ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হবে এবং এটা নিশ্চিত করা তাঁর পবিত্র দায়িত্ব যে সেই ডাকগুলো যেন সময় মতো পৌঁছোয়।