আজ বৃহস্পতিবার, পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সারা বিশ্বের জন্যে একটা সূখবর রয়েছে এ দিনে। বিশ্বজোড়া এইডস বা এইডস সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা এবছর কমেছে। ওষুধ খাইয়ে এ রোগের যে চিকিত্সা সুবিধে রয়েছে তাতে এ রোগাক্রান্ত অনেকেই এখন বেঁচে থাকার অবলম্বন পেয়েছেন - বলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, ব্রুকলীন অন্তগর্ত কোনী আইল্যান্ড হাসপাতালের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর মালিকুজ্জামান । কিন্তু একই সঙ্গে এইডস সংশ্লিষ্ট গবেষনা ও চিকিত্সা বাবদে অর্থায়নের পরিমান কমছে – কেন , আমরা কি এটাকে আগের মতো গুরুত্ব দিচ্ছি না । ৩০ বছর আগের আবিস্কৃত এ রোগের জন্যে লাগাতার গবেষনা – চিকিত্সা সুবিধের সম্প্রসারন এখন কি আগের মতো অতো জরূরী বলে পরিগণিত হচ্ছে না ? এ প্রশ্নে ডক্টর মালিকুজ্জামান জানান – এটা এখনো জরূরী অবশ্যই এবং যথোপযুক্ত রোগ প্রতিরোধ কোনো টিকা আবিস্কৃত না হওয়া অবধি এমনি জরূরী রইবে তা । বলেন - যুক্তরাষ্ট্রে প্রতি বছর আনুমানিক ৫০ হাজার লোক নতুন করে এ এইচ আই ভিতে সংক্রমিত হচ্ছেন । এবং কৃষ্নাঙ্গদের ভেতরেই সংক্রমনের সংখ্যা ৭ গুন বেশি তুলনামুলকভাবে । অন্যান্য দেশে , বিকাশমুখি বিশ্বে এ সংক্রমনের মাত্রা এখনও আগের তুলনায় কম নয় এবং ভারতে এইচ আই ভি সংক্রমনে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ ।