সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার উচ্ছেদ প্রসঙ্গ:যুক্তি দু পক্ষেরই আছে :ড শাহদীন মালিক

  • আনিস আহমেদ

সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার উচ্ছেদ প্রসঙ্গ:যুক্তি দু পক্ষেরই আছে :ড শাহদীন মালিক

গতকাল বাংলাদেশের বিরোধী দলের নেত্রী , বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া , তাঁর সেনানিবাসের বাড়ি ত্যাগ করেছেন এবং তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে কার্যত তাঁকে ঐ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সেই সময়ে হাইকোর্টের রায় সরকারের পক্ষে , কিন্তু বেগম জিয়া ঐ রায়ের বিরুদ্ধে আপীল করেছিলেন । সেই প্রেক্ষাপটে এই ঘটনার আইনি ও রাজনৈতিক তাৎপর্য সম্পর্কে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক , বিশিষ্ট আইনজীবি ডঃ শাহদীন মালিক বলেন যে এ ব্যাপারে যুক্তি দু পক্ষেরই রয়েছে। তবে তিনি বলেন যে যদি ও হাইকোর্টের রায় কার্যকর করার বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষ থেকে কোন স্টে অর্ডার নেয়া হয়নি প্রথা অনুযায়ী মামলার আপীলের নিস্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের তরফ থেকে অপেক্ষা করাটাই সমীচিন হতো।

তিনি আরও বলেন যে এই ঘটনা সরকার এবং ক্ষমতাসীন আওয়ামি লীগের জন্যে ক্ষতিকর হয়েছে কারণ বেগম জিয়ার যে অশ্রুসিক্ত ছবি খবরের কাগজগুলোতে ছাপা হয়েছে , সেটি সহানুভুতির স্থানকে পরিস্কার ভাবে স্পর্শ করেছে।