শিখদের মন্দির আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা নয় : আলী রীয়াজ

যুক্তরাস্ট্রের উইসকন্সিন অঙ্গরাজ্যে শিখদের একটি মন্দিরে এক বন্দুকধারীর আক্রমণে ছয় জন শিখ ধর্মাবলম্বী নিহত হয়েছে। বন্দুকধারী ঐ আক্রমণকারী পুলিশের গুলিতে নিহত হয়। এ ধরণের আক্রমণের কারণ ও প্রতিক্রিয়া নিয়ে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স এন্ড গভর্ণমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক আলী রীয়াজ কথা বলছিলেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে । ৪০ বছর বয়সী Wade Michael Page নামের এক সাবেক সেনা শিখ ধর্মাবলম্বীদের মন্দিরে গুলি করে ছ জন শিখকে যে হত্যা করেছে তার উদ্দেশ্য সম্পর্কে অধ্যাপক রীয়াজ বলেন যে ঠিক সুনির্দিষ্ট ভাবে এই ঘটনার জন্যে যিনি দায়ী তার কি উদ্দেশ্য ছিল সেটা আমরা এখন পর্যন্ত ঠিক জানিনা। কিন্তু যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে দক্ষিণ পন্থি হোয়াইট সুপ্রিমিস্টিক গ্রুপের সঙ্গে তার এক ধরণের যোগাযোগ ছিল। সে জন্যেই ঘটনাটি একেবারে বিচ্ছিন্ন বলে তিনি মনে করেন না।

হোয়াইট সুপ্রিমিস্টিক গ্রুপ সম্পর্কে ড রীয়াজ বলেন এটা প্রধানত যারা মনে করে যে শ্বেতাঙ্গদের এক ধরণের শ্রেষ্ঠত্ব আছে , তারা অন্যদের তুলনায় ভালো এবং খুব সহজ ভাষায় এগুলো হচেছ বর্ণবাদী গোষ্ঠি।

Your browser doesn’t support HTML5

Interview with Ali Riaz