ভারতের লোক সভা নির্বাচন সম্পর্কে অধ্যাপক অমিয় চৌধুরীর বিশ্লেষণ

  • আনিস আহমেদ
ভারতের লোকসভার ৫৪৩ টি আসনের জন্যে এক মাসের ও বেশি সময় ধরে যে নির্বাচন চলছে , তা যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে সে কথা মনে করছেন অনেক বিশ্লেষকই । এই নির্বাচনের প্রধান ইস্যুগুলো কি কি , সর্বভারতীয় পর্যায়ে যেমন , তেমনি পশ্চিম বঙ্গের পর্যায়েও , সে সব প্রসঙ্গে আলোকপাত করছেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক এবং কোলকাতার মাওলানা আবুল কালাম ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর সিনিয় র ফেলো , ড অমিয় চৌধুরী। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন , আনিস আহমেদ :

Your browser doesn’t support HTML5

সাক্ষাতকারটি শুনুন