নিজের মতামত অপরের উপর চাপিয়ে দেয়াই উগ্রবাদের লক্ষণ : শেলী শাহাবুদ্দিন

২০১৬ সালের এই প্রান্তিক সময়ে এসেও আমরা একুশ শতকের শুরুর সেই সন্ত্রাসী হুমকি সম্পুর্ণ ভাবে অপসারণ করতে পারিনি। এমন কি উৎসব এবং উদ্বেগ যেন একাকার হয়ে যায় মাঝে মাঝে । যেমনটি সম্প্রতি হলো বার্লিনে । উৎসবের আনন্দ ম্লান হলো অনেকটাই উগ্রবাদী সন্ত্রাসের দাপটে। এরই প্রেক্ষাপটে বিশিষ্ট লেখক ও চিন্তক ডাঃ শেলি শাহাবুদ্দিন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্ত্রাস বিস্তারের কারণগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন ।

তিনি ধর্ম ও রাজনীতির সংশ্লেষণ বিরোধী কিন্তু তিনি মনে করেন না সেটাই মৌলিক সমস্যা । আসল সমস্যা হচ্ছে মৌলবাদের বিস্তার এবং মৌলবাদীদের ক্ষমতা বৃদ্ধি । বিশেষত তিনি সুফিবাদের বিপরীতে ওয়াহাবিবাদের বিস্তারকে এই উগ্রবাদের সম্প্রসারণের জন্য দায়ি বলে মনে করেন।

Your browser doesn’t support HTML5

শুনুন ডা শেলী শাহাবুদ্দিনের সাক্ষাৎকার