জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা (UNDP) ‘র আজ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশ সব ধরণের দারিদ্র হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধান করেছে। বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি'র প্রকাশিত ২০১৯ সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র সুচকে এ তথ্য দিয়ে বলা হয়েছে দেশ থেকে দারিদ্র কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভারত এবং কম্বোডিয়ার মতো। এ সম্পর্কে ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক ড.ফাহমিদা খাতুনের সরাসরি টেলিফোনে কথা বলেছেন ওয়াশিংটন স্টুডিও থেকে আনিস আহমেদ
Your browser doesn’t support HTML5
Interview with Dr Fahimda Khatoon