ঢাকায় হামলার পরিস্থিতি বিশ্লেষণ করলেন ইশফাক ইলাহি চৌধুরী

ঢাকার অভিজাত গুলশান এলাকার ৫৯ নম্বর রোডে হলি আর্টজান বেকারীতে একদল অস্ত্র ধারী অকষ্মাৎ হামলা চালিয়ে বেশ কয়েকজনকে পণবন্দী করে রেখেছে। আক্রমণকারীদের গোলাগুলিতে এরই মধ্যে বনানী থানার ও সি সালাহউদ্দিন , ডিবি’ সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হয়েছেন। একজন গাড়ি চালকের নিহত হবার খবর ও পাওয়া গেছে। পুলিশ ও র‍্যাব এখনো এলাকাটি ঘিরে রেখেছে । পণবন্দীদের মুক্ত করানোর জোর চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে সর্বসাম্প্রতিক খবর জানার জন্য এবং এই রকম ঘটনার বিষয়ে বিশ্লেষণের জন্য আমরা ঢাকায় কথা বলেছি বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসর প্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরীর সঙ্গে

Your browser doesn’t support HTML5

শুনুন সাক্ষাৎকারটি