একটি সফর থেকে সব সমস্যার সমাধান খোঁজা দূরূহ : আলী রীয়াজ

  • আনিস আহমেদ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে , দু দেশের সম্পর্কে এক নতুন আবহ সৃষ্টি হবার ব্যাপারে আশাবাদ লক্ষ্য করা যায়।এই সফর কি সত্যি সত্যিই দু দেশের মধ্যকার একাধিক অমীমাংসিত ইস্যুর পথরেখা তৈরি করতে সমর্থ হয়েছে , এই সফরের ইতিবাচক প্রভাব দু দেশের মধ্যে কতখানি পড়বে , এই সব অনুসঙ্গ নিয়ে , ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গভর্ণমেন্ট এন্ড পলিটিক্স বিভাগের প্রধান অধ্যাপক আলী রীয়াজ কথা বলছিলেন টেলিফোনে ভয়েস অফ আমেরিকার সঙ্গে।তিনি বলেন একটা সফর থেকে সমস্যার সমাধান কিংবা সমাধানের রূপরেখা খুজেঁ পাওয়াটা দুরুহ ।তবে অন্তত এই কথাটা স্পষ্ট করেই ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে এই সমস্ত অমীমাংসিত বিষয় তাদেরকে মোকাবিলা করতে হবে এবং এর সমাধান খুঁজে বের করতে হবে।এটা এক অর্থে অগ্রগতি বলা যায়।

ভারতে যেহেতু এখন বিজেপির সংখ্যাগরিষ্ঠ সরকার , কংগ্রেসের মতো সিদ্ধান্ত গ্রহণে তারা নির্ভরশীল নয় শরীকদলের ওপর সেহেতু তিস্তার পানি বন্টন কিংবা স্থল সীমানা চুক্তি সম্পাদনের কাজ এখন সহজতর হবে অনেকের এ ধারণা সম্পর্কে অধ্যাপক রীয়াজ বলেন যে এ বিষয়গুলির নিস্পত্তি যে কেবল কংগ্রেসের শরীক দলের সমর্থনের অভাবে হয়নি তা তো নয় বরঞ্চ এর বিরোধীতা করেছে বিজেপি।বিশেষত ল্যান্ড বাউন্ডারি সংক্রান্ত চুক্তি অনুসমর্থনে প্রধানত বিরোধীতা করেছিল বিজেপি।সুতরাং বিজেপি’র অবস্থান পরিবর্তনই এই সমস্যার নিস্পত্তি করতে পারে।তবে তিনি বলেন যে যেহেতু প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিজেপি সরকার আগ্রহ দেখাচ্ছে সেহেতু বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন এবং স্থল সীমানা বিষয়ক নিস্পত্তি হয়ে যেতে পারে।

Your browser doesn’t support HTML5

বিস্তারিত সাক্ষাতকারটি শুনুন