বিদায়ী ওবামা প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পর্কে অধ্যাপক আলী রীয়াজের বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রশাসন এ সপ্তায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে । প্রথমত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে জাতিসংঘে যে প্রস্তাব উত্থাপিত হয়, তাতে প্রথাগত ভাবে ভিটো প্রদান না করে, বরঞ্চ সেখানে যুক্তরাষ্ট্র কোন রকম ভোটদানে বিরত ছিল। পরে এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এবং ইসরাইলের প্রধানমন্ত্রী পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন। আর সর্বসাম্প্রতিক সিদ্ধান্তটি হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামা , নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে হ্যাকিং করার অভিযোগে রাশিয়াকে দায়ী করে রাশিয়ার বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এ সব বিষয়ে রাজনৈতিক ও কুটনৈতিক তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সঙ্গে ইলিনয় থেকে যোগ দিয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স এন্ড গভর্ণমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক আলী রীয়াজ

Your browser doesn’t support HTML5

শুনুন অধ্যাপক আলী রীয়াজের বিশ্লেষণ