ইয়েমেন শান্তি আলোচনা সম্পর্কে ড. সাঈদ ইফতেখার আহমেদের বিশ্লেষণ

La gente descansa en el metro de la ciudad de Kharkiv, en el este de Ucrania, el jueves 19 de mayo de 2022. (Foto AP/Bernat Armangue)

যুক্তরাষ্ট্র , সুইডেনে অনুষ্ঠিত ইয়েমেন শান্তি আলোচনার সকল পক্ষের প্রশসংসা করেছে। ঐ আলোচনায় অস্ত্র বিরতি, হুদায়দাতে সৈন্য প্রত্যাহার , বন্দি বিনিময় এবং তায়েজ শহরে মানবিক সাহায্যের জন্য পথ খুলে দেয়ার মতো যে সব বিষয়ে সৌদি সমর্থিত সরকারী বাহিনী এবং বিদ্রাহী হুথিদের মধ্যে যে সহমত হয়েছে সেটি প্রশংসনীয় । এই ঐকমত্য কতদিন বহাল থাকবে , এর প্রভাব, প্রতিক্রিয়া ও আনুসঙ্গিক বিষয় নিয়ে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাংকট ফ্যাকাল্টি সাঈদ ইফতেখার আহমেদের সঙ্গে কথা বলছিলেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ:

Your browser doesn’t support HTML5

ড সাঈদ ইফতেখার আহমেদের বিশ্লেষণ শুনুন