বাংলাদেশ জঙ্গি হামলার আশঙ্কা থেকে মুক্ত নয় : শাফকাত মুনির

আল কায়েদার ভারতীয় উপমহাদেশের বা AQIS এর বাংলাদেশ শাখার ১২ জন জঙ্গিকে , র‌্যাব গ্রেপ্তার করে। মূলত হুজির এই সব সদস্য AQIS এর সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে আরও সন্ত্রাসী কার্যক্রম চালানোর প্রচেষ্টা করছিল বলে র‌্যাব কর্তৃপক্ষ বলছে। আজ তাদেরকে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বাংলাদেশে সম্প্রতি এই উগ্রবাদীদের তৎপরতা , আঞ্চলিক ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সংযোগ এ সব বিষয় নিয়ে ঢাকায় Bangladesh Institute of Peace & Security Studies এর সিনিয়র ফেলো এবং নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনির ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোন বড় রকমের জঙ্গি আক্রমণ হয়নি বলে এ ব্যাপারে সম্পুর্ণ নিশ্চিন্ত থাকার কোন কারণ নেই । তিনি বলেন যে কেবল মাত্র হুজি কিংবা জিএমবি ই নয় অন্যান্য জঙ্গি সংগঠন ও বাংলাদেশে তৎপরতা থাকতে পারে।

শাফকাত মুনির তাঁর এই বিশ্লেষণে আল ক্বায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা আকিস ‘বা AQIS এর সঙ্গে এই সব সংগঠনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন । তবে পাশাপাশি তিনি কথিত ইসলামিক স্টেট বা আই এস কিংবা আইসিসের সঙ্গে AQIS এর এক ধরণের দ্বান্দ্বিক বা শীতল সম্পর্কের প্রসঙ্গটিও তুলে ধরেন।

Your browser doesn’t support HTML5

শুনুন শাফকাত মুনিরের বিশ্লেষণ