ইয়েমেনে হুথী সমস্যার প্রেক্ষাপটে ভূ-রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

شهر کلن آلمان میزبان بزرگترین نمایشگاه بازی های کامپیوتری جهان

সোমিন মুখার্জী এক আন্তর্জাতিক সংস্থার সাবেক কর্মকর্তা। তিনি ৩ বছর ইয়েমেনে ছিলেন এবং ১৯৯৮ সাল থেকে ২০০৯সাল পর্যন্ত ইয়েমেন সরকার ও অন্যান্য সংস্থার সংগে দেশটির অবকাঠামোগত উন্নয়ণ প্রকল্প, প্রকল্পের ডিজাইন, বাস্তবায়ণ এবং অর্থায়ণের দায়িত্বে ছিলেন। ইয়েমেনে্র ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমিন মুখার্জীর সংগে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।

Your browser doesn’t support HTML5

SM interview