বাংলাদেশে বাল্য বিবাহের উচ্চহার নিরোধকল্পে আইন প্রণয়ণ নিয়ে ফস্টিনা পেরেরার সাক্ষাত্কার

বাংলাদেশে বাল্য বিবাহের উচ্চহার নিরোধকল্পে মন্ত্রী পরিষদ একটা খসড়া আইন প্রস্তাব অনুমোদন করেছে যে সে কথা বিশ্ব সংবাদের পরিবশেনাতেই শুনেছেন আপরনারা এখন তারই ওপর আমরা কথা বলছি ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর পরিচালক ডক্টর ফস্টিনা পেরেরার সঙ্গে।

Your browser doesn’t support HTML5

faustina