বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন আইওয়া ককাস

২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থীদের শক্তির প্রথম পরীক্ষা আইওয়া ককাস এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ভোটের কয়েক ঘন্টা পরেও রাজ্য ডেমোক্র্যাটিক পার্টি ভোটের ফলাফল জানাতে ব্যর্থ হয়।

রাজ্যের দলীয় কর্মকর্তারা জানান, অন্যান্য রাজ্যের মোট ভোটের সংখ্যা আসতে দেরি হওয়ায় পূর্ণ ফলাফল ঘোষণা বিঘ্নিত হচ্ছে। আইওয়া ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ট্রয় প্রাইস সাংবাদিকদের বলেন, আমরা প্রতিটি তথ্য যাচাই করে দেখছি। পুরো প্রক্রিয়াটি প্রত্যাশার চাইতে বেশী সময় নিচ্ছে তবে আমাদের বিশ্বাস আমরা ফলাফল জানাতে পারবো।

চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়াতে, প্রার্থীরা তাদের সমর্থকদের সঙ্গে একটি অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন।অনেক প্রার্থী ফলাফল না শুনেই মঙ্গলবার সকালে তাদের প্রচারাভিযান আরম্ভ করার জন্য আইওয়া থেকে নিউ হ্যাম্পশারে যান।