প্রেসিডেন্ট ওবামা বলেছেন ইরানের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন বিশ্বের শক্তিধর দেশের নেতাদের সংগে অবকাঠামো তৈরির যে চুক্তি সম্পন্ন হয়েছে তাতে ইরানের পারমানবিক অধিকার সুরক্ষিত হয়েছে এবং তাদের ওপরে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেটাও তুলে নেয়া হবে।

শুক্রবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষনে মিঃ রুহানী বলেছেন, এই পারমানবিক চুক্তিতে এটাই প্রতীয়মান হয়েছে যে/ইরানের নিজস্ব ভুখন্ডে/ ইউরেনিয়াম আহরণে তাদের যে অধিকার আছে তা গ্রহণ করে নেওয়া হলো।

ওদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন,

এই রুপরেখার আওতায় ইরান কোনভাবেই আর পারমানবিক অস্ত্র তৈরী করতে পারবে না। ইরানের পারমানবিক কর্মসূচীর কঠোর সীমাবদ্ধতা থাকবে। শুধু তাই নয়, ইরান তাদের পরমানবিক কর্মসূচীর ব্যাপারে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ এবং পুংখানুপুংখ পর্যবেক্ষনে রাজী হয়েছে।

প্রেসিডেন্ট ওবামা এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন যে ইরানের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।