ইরানে বিমান দুর্ঘটনায় ৬৫জন নিহত

Relatives of a passenger who was believed to have been killed in a plane crash react near the town of Semirom, Iran, Feb. 18, 2017. (REUTERS/Tasnim News Agency)

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে একটি যাত্রীবাহী বিমান দেশের জাগ্রস পাহাড়ে বিধ্বস্ত হয়। বিমানের ৬৫জন আরোহী সকলেই প্রাণ হারায়।

প্রাথমিক খবরে বলা হয়েছিল বিমানে ৬৬জন আরোহী ছিল।

রবিবার সকালে বিমানটি তেহেরান ছেড়ে ইয়াসুজ শহরের উদ্দেশ্যে রওনা হয়। ৫৬০ কিলোমিটার দূরে ইসফাহান প্রদেশে ইয়াসুজ শহরটি অবস্থিত।

ইরানী Red Crescent সংস্থা বলেছে তারা উদ্ধারকর্মীদের সেখানে পাঠিয়েছে কিন্তু

আবহাওয়া ভাল না থাকায় হেলিকপ্টারগুলো ঘটনাস্থলের কাছাকাছি অবতরণ করতে পারেনি।