ইরাকে ২'শ'র বেশী গণকবরের সন্ধান মিলেছে

জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে যে তারা ইরাকে ২'শ'র বেশী গণকবরের সন্ধান পেয়েছে। ইসলামিক ষ্টেট জঙ্গিদের অত্যাচারের শিকার যারা হয়েছেন বেশির ভাগই কবরই তাদের। ইরাকী কর্তৃপক্ষ এবং জঙ্গিদের সংস্থার তথ্যের উপর ভিত্তি করে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এবং ইরাকে অবস্থিত ইউএন অ্যাসিসটেন্স মিশন ফর ইরাক ঐ রিপোর্টটি প্রস্তুত করেছে। তারা জানিয়েছেন, ঐ কবরগুলোতে ৬ থেকে ১২ হাজার মৃতদেহ রয়েছে।

জাতিসংঘ মনে করছে ভবিষ্যতে তারা আরও ঐ ধরণের গণকবরের সন্ধান পাবে নিনেওয়া প্রদেশে সবচাইতে বেশী গণকবরের সন্ধান মিলেছে এবং ২০১৪ সালে প্রথম যে গণকবরের খোঁজ পাওয়া যায় সেটাও ছিল নিনেওয়া প্রদেশে। জাতিসংঘের মতে ঐ প্রদেশটিতে তিন বছর ধরে ইসলামিক ষ্টেটের দখলে থাকার সময় সেখানে মারাত্মক লড়াই হয় এবং নিনেওয়া প্রদেশে যে গণকবর রয়েছে সেখানে আনুমানিক ৪ থেকে সাড়ে ১০ হাজার মানুষ্টের মৃতদেহ পাওয়া যাবে।

কিরকুক, সালাহ আল দিন এবং আনবার প্রদেশেও গণ কবরের সন্ধান পাওয়া গেছে।