ইরাকের মধ্যাঞ্চলে সংঘর্ষ, মৃত দুজন 

নিরাপত্তা ও চিকিৎসা সূত্রে জানানো হয়েছে, মধ্যে ইরাকে প্রতিবাদকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন I প্রতিবাদ বিক্ষোভের কেন্দ্র-বিন্দু, তাহরীর স্কয়ারে বহু মাস পরে সংগঠিত এই ঘটনা, মারাত্মক বলে উল্লেখ করা যায় I প্রতিবাদকারীরা ১২২ ডিগ্রি ফারেনহাইট, বা ৫০ ডিগ্রি সেলসিয়াস গরমে, জ্বালানি হ্রাসের বিরুদ্ধে তাহরীর স্কোয়ার থেকে মিছিল বের করেন I

পুলিশ সূত্রে জানানো হয় নিরাপত্তা বাহিনী, তখন বিক্ষোভ আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে I বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রল বোমা ছোড়ে I পরবর্তীতে বিক্ষোভ ছত্র-ভঙ্গ করতে পুলিশ গুলি চালায় I
ইরাকের প্রধানমন্ত্রী, মুস্তাফা আল কাধিমি বলেছেন, প্রতিবাদ করা জনগণের অধিকার, তাদের উদ্দেশ্যে একটি বুলেট ছোড়ার তাদের অনুমতি নেই I