সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধানকে চ্যালেঞ্জ।

Bangladesh Flag

সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধানকে চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের একটি রিট আবেদনের উপরে হাইকোর্টের জারি করা রুলের শুনানি শুরু হচ্ছে ২৭ মার্চ। এরই প্রেক্ষাপটে ইসলামী সংগঠনগুলোর জোট হেফাজতে ইসলাম শুক্রবার দুপুরে ঢাকায় বায়তুল মোকাররমে এক সমাবেশে এই মর্মে হুশিয়ারি উচ্চারণ করেছে যে, রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে বাতিল করা হলে দেশজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বক্তারা বলেন, তাদের ভাষায়- রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে বাদ দেয়ার অপচেষ্টা চলছে। সমাবেশে হেফাজতের অন্যতম নেতা আহমদ আবদুল কাদের বলেন, তারা বিশ্বাস করেন যে, উচ্চতর আদালত রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেয়ার কোনো রায় দেবে না।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শতকরা ৯২ ভাগ মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম চায়। এর ব্যত্যয় কোনোক্রমেই মেনে নেবেন না বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম