ইসলামিক স্টেট জর্দানের বিমান গুলি করে ভূপাতিত করেনি : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে যে সিরিয়ায় বুধবার জর্ডানের যে F-16 জঙ্গি জেট বিধ্বস্ত হয় , সেটি ইসলামিক স্টেটের জঙ্গিরা ভূপাতিত করেনি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলছে যে সাক্ষ্যপ্রমাণে বোঝা যাচ্ছে যে জঙ্গিদের দাবি অনুযায়ী ঐ বিমানটি ইসলামি স্টেট গুলি করে নামায়নি।

সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধরত যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটের সার্বিক তদরকিতে নিয়োজিত জেনারেল লয়েড অস্টিন ভূপাতিত বিমানটির চালককে আটক করার জন্যে জঙ্গিদের কড়া সমালোচনা করেন এবং বলেন যে নিজের উদ্দেশ্য সাধনের জন্যে এই বিমান বিধ্বস্তের ঘটনাটি কাজে লাগাবার চেষ্টা জোট বাহিনী সহ্য করবে না।

বিমানটি সিরিয়ার উত্তরের শহর রাকায় বিধ্বস্ত হয় । । শহরটি ইসলামি স্টেটের শক্ত ঘাটিঁ। জর্দানের সেনাবাহিনী বলছে যে বিমান চালকের জীবন ও নিরাপত্তার জন্যে তারা জঙ্গিদের দায়ী করছে। এই বিমান চালকই হচ্ছে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটের প্রথম বন্দী