রামাদি শহরের উপকন্ঠে জমায়েত হয়েছে শিয়া মিলিশিয়ারা

ইরাকে, আনবার প্রদেশের রাজধানী শহর ইসলামি স্টেইট জঙ্গিদের কব্জা থেকে পুনরুদ্ধারের চেষ্টায় সম্ভাব্য অগ্রাভিযানের ঠিক আগে দিয়ে শিয়া মিলিশিয়ারা ইরাকের ঐ রামাদি শহরটির উপকন্ঠে জমায়েত হয় আজ মঙ্গলবার।

এ অভিযান চলবার কথা ইরাকের সরকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে- ঠিক যেভাবে,গতমাসে তিকরিতের নিয়ন্ত্রণ পুনরূদ্ধারের সময় করা হয়েছিলো আধা সামরিক বাহিনীর ঐ লড়াকুদের সঙ্গে মিলে।ঐ অভিযানে রাজধানী বাগদাদ অভিমুখে ইসলামিক স্টেইটের অগ্রযাত্রা থেমে গিয়েছিলো।

সোমবার হোয়াইট হাউস থেকে বলা হয় প্রেসিডেন্ট ওবামা পরিস্থিতি সম্পর্কে নিয়মিতভাবে খবরাখবর নিচ্ছেন।শহরটির পুনরুদ্ধারে যুদ্ধমান ইরাকিদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে মূখপাত্র এরিক শুলযের সূত্রে। তিনি জানান- রবিবার থেকে নিয়ে এ অবধি জোট বাহিনীর তরফে আটবার বিমান হামলা চালানো হয়েছে।