ফিলিস্তিনি এক যুবকে হত্যার অভিযোগে দুই ইসরায়েলি কিশোর সাজাপ্রাপ্ত

জেরুজালেমের একটি আদালত ফিলিস্তিনি এক যুবকে হত্যার অভিযোগে দুই ইসরায়েলি কিশোরকে সাজা দিয়েছে।

একজনকে আজীবন এবং অন্য জনকে ২১ বছরের জেল দিয়েছে আদালত। এবং তৃতীয় একজন সন্দেহভাজনের রায় মনস্তাত্ত্বিক পরীক্ষার কারনে মুলতবী রয়েছে।

সাজা প্রাপ্তরা ২০১৪ সালের জুলাই মাসে ১৬ বছর বয়সী মোহাম্মদ আবু খাদিরকে জেরুজালেমে জীবন্ত পুড়িয়ে মারে। এর প্রতিশোধে ফিলিস্তিনি জঙ্গী গোষ্ঠী হামাসের বন্দুকধারীরা তিন ইসরাইলি তরুনকে অপহরণ ও হত্যা করে। এর ছয় দিন পর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং তা ৫০ দিন ধরে চলে।