বিশিষ্ট সাংবাদিক সাইদ মোহাম্মাদু উল্লাহ গাজা ইসরায়েল পরিস্থিতির মূল্যায়ন করেন

ইসরায়েল ও গাজা ভূখন্ডের মধ্য ৭দিন ধরে সংঘাত বিদ্যমান। তা নিরসনের লক্ষ্যে এখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

এ সম্পর্কে বিশিষ্ট সাংবাদিক ও বিশ্লষক সাইদ মোহাম্মাদু উল্লাহ, তার মতামত ব্যাক্ত করেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিবাগের সঙ্গে এক সাক্ষাৎকারে। তার সাক্ষাৎকার নেন সহকর্মী শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

সাইদ মোহাম্মাদু উল্লার সাক্ষাৎকার