সোমবার ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, গত সপ্তাহে প্রতিবাদ বিক্ষোভের সময় ইস্রায়েলী বাহিনী গাজার এক ব্যক্তিকে যে গুলি করে তার মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনী স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী অন্তত ১৭জন নিহত হন। আরও শত শত মানুষ আহত হয়।
ইসরায়েলী সামরিক বাহিনী বলেছে তাদের সেনারা প্রতিবাদকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে যখন কয়েকজন সীমান্তের বেড়া ভাঙ্গতে চেষ্টা করে এবং পাথর ও আগুনে বোমা নিক্ষেপ করে।
ইসরায়েল আরও বলেছে যে প্রতিবাদকারীরা নিহত হয় তাদের মধ্যে ১০জন ছিল সন্ত্রাসী। ওই সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে প্রবেশ করতে চেষ্টা করে।
২০১৪ সালের পর থেকে ইসরায়েলী ও ফিলিস্তিনীদের মধ্যে গাজা ভূখন্ডে শুক্রবারের সংঘর্ষ ছিল সবচাইতে মারাত্মক।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগডোর লিবারম্যান বলেছেন এই সংঘর্ষ সম্পর্কে কোন স্বতন্ত্র তদন্তে ইসরায়েল সহযোগিতা করবে না। তিনি হামাসের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা নারী ও শিশুদের প্রতিবাদকারী হিসেবে ব্যবহার করছে।