ইটালির রাজনীতি আবারো অস্থিতিশীল

ইটালির প্রধানমন্ত্রী এন্তোনিও কোন্টের পদত্যাগের মধ্য দিয়ে ইটালির রাজনীতি ফের টালমাটাল। নতুন নির্বাচন না ফের কোয়ালিশন সরকার এ নিয়ে দর কষাকষি চলছে। প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা গত তিন দিনে একাধিক পার্টির সঙ্গে আলোচনা করে কোন সিদ্ধান্তে আসতে পারেননি।

এর আগে তিনি মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্তে পৌঁছতে সময় বেঁধে দিয়েছিলেন। শনিবার বলেছেন, আরো সময় লাগবে। যদি শেষ পর্যন্ত দলগুলো কোন সিদ্ধান্তে আসতে না পারে তখন হয়তো প্রেসিডেন্ট নয়া নির্বাচনের ডাক দেবেন।

গত ২০শে আগস্ট অভ্যন্তরীন কলহের জেরে প্রধানমন্ত্রী এন্তোনিও কোন্টে পদত্যাগ করেন। ইটালির রাজনীতি বরাবরই অস্থির। গত ৩০ বছরে দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন ১৩ জন। শাসন করেছে ২০টি ভিন্ন সরকার। ইতিহাস থেকে দেখা যায় ইটালিতে কখনও রাজনৈতিক স্থিতি ছিল না।

Your browser doesn’t support HTML5

বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।