ইটালীয় উপকূল বাহিনী এবং কয়েকটি শরিক সংস্থা সাড়ে ৬ হাজার অভিবাসিকে রক্ষায় সমর্থ হয়েছে

গতকাল সোমবার লিবিয়ার উত্তরাঞ্চলবর্তী উপকূলে পর পর বেশ কয়েকবার উদ্ধার অভিযান চালিয়ে ইটালীয় উপকূল বাহিনীর কর্মিরা এবং বেশ কয়েকটি শরিক সংস্থার কর্মি মিলে প্রায় সাড়ে ৬ হাজার অভিবাসির প্রাণরক্ষায় সমর্থ হয়েছে – বলা হচ্ছে, ঐ অভিবাসিরা সমুদ্রযাত্রায় পাড়ি জমাচ্ছিলেন সোমালিয়া থেকে এবং ইরিত্রিয়া হ’তে।

ঐ উদ্ধার অভিযানের দৃশ্য ভিডিও চিত্রে ধারণ করা রয়েছে। ঐসব দৃশ্যে দেখা যায় – প্রাণ বাঁচাতে ঐসব অভিবাসি মরিয়া হয়ে সাগরবক্ষে ঝাঁপিয়ে পড়ে আর তার পর সাঁতরিয়ে গিয়ে ওঠে উপকূল রক্ষিদের ঐ নৌযানগুলোয়। ছোটো ছোটো বাচ্চা- শিশু বয়সিদেরকেও ঐসব অভিবাসি বহনকারী মাছ ধরা নৌকোর খোল থেকে উদ্ধার করে উপকূল রক্ষিদের নৌযানে নিয়ে তোলার দৃশ্যও দেখা যায়।

ইটালীর উপকূল রক্ষি বাহিনী-ডক্টরস উইদ্যাউট বর্ডার্স- এবং য়ুরোপিয় য়ুনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রনটেক্স মিলিতভাবে ঐ যৌথ উদ্ধার অভিযান চালায় সোমবারদিন।