আইটিইউসির রিপোর্টে বলা হয়েছে শ্রমিক অধিকারের ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে খারাপ ১০টি দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম

2013 ITUC Report

শ্রমিক অধিকার বিবেচনায় বিশ্বে সবচেয়ে খারাপ ১০টি দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম।

ভিয়েনা ভিত্তিক শ্রমিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এমন তথ্য দিয়েছে তাদের প্রকাশিত সর্বশেষ সূচকে।
আইটিইউসি গ্লোবাল রাইটস ইনডেক্স ২০১৭ তে বলা হয়েছে ট্রেড ইউনিয়ন কর্মীদের ওপর সরকার ও নিয়োগ কর্তার চাপিয়ে দেওয়া অব্যাহত ভোগান্তির কারণে বাংলাদেশের রেটিং ৫ হওয়ায় দেশটিতে শ্রমিকদের 'অধিকারের কোনও নিশ্চয়তা নেই'।

ভারত, পাকিস্তান ও মায়ানমারের রেটিং ৫ হওায়ায় ওই তিন দেশও বাংলাদেশের অবস্থানে রয়েছে। শ্রমিক অধিকারের ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা ১০ টি দেশের তালিকায় আরও রয়েছে কলাম্বিয়া, মিশর, গুয়াতেমালা, কাজাখিস্তান, ফিলিপাইন, কাতার, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

পুলিশের বর্বরতা, গণ গ্রেপ্তার এবং বৈষম্যকে বাংলাদেশে শ্রমিক সংগঠনের ওপর নির্যাতনের প্রধান দিক হিসেবে উল্লেখ করা হয়েছে আইটিইউসির প্রতিবেদনে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট (চাল)