আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে সর্বোচ্চ আদালত: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

Map of Bangladesh

১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার করার দায়ে তার বিরুদ্ধে দেওয়া একটি বিশেষ আদালতের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন। ১৯৭১ এ মুজাহিদ ছিলেন পাকিস্তান পন্থি আল বদর মিলিশিয়া বাহিনীর প্রধান। আদালত বলেছে তার নেতৃত্বে আল বদর বাহিনী বাংলাদেশকে বুদ্ধিহীন করতে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতা করেছিল।

এদিকে, দলটির সেক্রেটারি জেনারেল এর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের মৃত্যু দণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ।

এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট

এ সম্পর্কে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে বিশেষ রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট মূল্যায়ন