জম্মুর গৃহবন্দীদের মুক্তি দিয়েছে সেখানকার প্রশাসন

ভারত সরকার মাস দুয়েক আগে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করার পর থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানকার বিজেপি বাদে বাকি সব রাজনৈতিক দলের নেতাদের হয় আটক, নয় গৃহবন্দি করে রেখেছিল।

আজ প্রশাসন জম্মু অঞ্চলের নেতাদের মুক্তি দিয়ে তাঁদের উপর থেকে বাধানিষেধ তুলে নিয়েছে। কিন্তু একই সঙ্গে আটক কাশ্মীর উপত্যকার নেতাদের মুক্তি দেওয়া হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে যে, জম্মু এখন শান্ত, সম্প্রতি সেখানে তেমন কোনও অশান্তি না হওয়ায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে নির্বাচন কমিশন অক্টোবরের শেষ সপ্তাহে জম্মুর ব্লক পর্যায়ে ভোটের কথা ঘোষণা করার পরেই তাতে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছিল। ওদিকে কাশ্মীর উপত্যকায় বিগত ৫৭ দিন ধরে আটক নেতাদের মুক্তি দূরের কথা, সেখানে বাধানিষেধের কড়াকড়ি কবে উঠবে, সে ব্যাপারেও সরকার স্পষ্ট করে কিছু জানাচ্ছে না।

বিস্তারিত জানাচ্ছেন কোলকাতা থেকে দীপংকর চক্রবর্তী

Your browser doesn’t support HTML5

Jammu leader freed