ভেঙ্গে গেল জম্মু-কাশ্মিরের রাজ্য সরকার

জম্মু-কাশ্মির রাজ্যে জোট সঙ্গী বিজেপি সমর্থন তুলে নেওয়ায় ভেঙে গেল মেহবুবা মুফতি সরকার। এখন রাজ্যপালের শাসন। বিধানসভা নির্বাচন শীগগীরি হবে, এমন সম্ভাবনা কম। জোটসঙ্গীদের মধ্যে সরকার চালানো নিয়ে মতভেদ ছিল মূলত সন্ত্রাসবাদ সামলানোর পদ্ধতি নিয়ে। পিডিপি নেত্রী মেহবুবা জঙ্গীদের প্রতি নরম নীতির পক্ষপাতী ছিলেন। এ বার কার্যত বিজেপি-র শাসন। মেহবুবার মত, পেশি আস্ফালন করে জঙ্গীদের নিয়ন্ত্রণ সম্ভব নয়। চাই নরম নীতি। দরকার কাশ্মিরবাসীর মন জিতে নেওয়া। সেটা কোন পথে সম্ভব, কেউ জানেন না। আপাতত কাশ্মিরে জঙ্গী দমনে সেনাবাহিনির ভূমিকা বাড়বে।

Your browser doesn’t support HTML5

জানাচ্ছেন কোলকাতা থেকে গৌতম গুপ্ত