সেনাবাহিনী-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের বাটপোরা গ্রাম

শনিবার সকাল থেকে সেনাবাহিনী-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের অনন্তনাগের ব্রেন্টি- বাটপোরা গ্রাম। সেনাবাহিনীর কাছে গোপনসূত্রে খবর আসে, অনন্তনাগের এই গ্রামের একটি বাড়িতে চার লস্কর জঙ্গি লুকিয়ে রয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে জুন মাসে এসএইচও ফিরোজ আহমেদ ডর সহ আরও পাঁচ পুলিশকর্মীর ওপর হামলাকারী মূল চক্রী লস্কর জঙ্গি বাশির লক্ষশারি সহ আরও তিন জঙ্গি লুকিয়ে রয়েছে কাশ্মীরের অনন্তনাগ জেলার ব্রেন্টি-বাটপোরা গ্রামে। জঙ্গিদের সন্ধানে চলছে চিরুণি তল্লাশি।

শনিবার সকাল থেকে জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই গোলাগুলির মধ্যে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রথমে জঙ্গিদের তরফ থেকে গোলাগুলি শুরু হয়। সঙ্গে সঙ্গে পাল্টা কড়া জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। এলাকা থেকে দীর্ঘক্ষণ গুলির চলার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় এক সূত্র। পুলিশ সূত্রে খবর, গুলির মাঝে পড়ে, তাহিরা নামের এক মহিলা প্রথমে আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয়।কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার সমস্ত স্কুল, কলেজ, দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এমনকি এলাকার মোবাইল পরিষেবাও সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।সেনাবাহিনী সূত্রে খবর, এলাকার স্থানীয় বাসিন্দারা তল্লাশি অভিযানে বাধা দিতে, জওয়ানদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। যেহেতু গোটা এলাকা কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে, তাই প্রশাসনের আশঙ্কা অমরনাথ যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হবে। কারণ, এই পথ দিয়েই অমরনাথ যাত্রা করেন তীর্থযাত্রীরা।

Your browser doesn’t support HTML5

সেনাবাহিনী-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের বাটপোরা গ্রাম