জাপানের নাগাসাকিতে পারমানবিক বোমা হামালার আটষট্টিতম বার্ষিকী উদযাপন


জাপানের নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্রের পারমানবিক বোমা হামালার আটষট্টিতম বার্ষিকী পালিত হল। ওই হামলায় শহরটি ধ্বংসাবশেষে পরিণত হয় এবং আয়নত কমে যায়। ঐ হামলার পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমপ্তি ঘটে।

নাগাসাকি শহরের মেয়র তোমিশিয়া তায়ু শুক্রবারের অনুষ্টানে জাপান সরকারের সমালোচনা করেন। সরকার পারমানবিক অস্ত্র ব্যবহার পরিত্যাগ সংক্রান্ত একটি বিবৃতিতে সাক্ষার করতে অস্বিকৃতী জানিয়েছিল। এপ্রিল মাসে আন্তর্জাতিক অস্ত্র পরিহার বিষয়ক বৈঠকে ঐ বিবৃতিটি প্রদান করা হয়েছিল।

১৯৪৫ সালের ৬ই আগষ্ট আমেরিকার হিরোশিমায় পারমানবিক বোমা নিক্ষেপ করে। ঐ ঘটনায় অন্তত ১ লক্ষ ৪০ হাজার মানুষ নিহত হয়েছিল। এর অল্প কয়েক দিনের মধ্যে ৯ই আগষ্ট নাগাসাকিতে দ্বিতীয় আরকটি বোমা নিক্ষেপ করে যেখানে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়।