ভারতে সম্পূর্ণভাবে লকডাউনের ঘোষণায় উচ্চ-মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের উপরে তার প্রভাব

আজকের প্রথম অতিথি শ্রীমতি লীনা সেনগুপ্ত পেশাগত ক্ষেত্রে পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসা স্কুলের বাংলা বিভাগের শিক্ষিকা। তিনি বাংলায় MA ডিগ্রি নিয়ে পাশ করেছেন, এছাড়া B.Ed ডিগ্রিও অর্জন করেছেন।বর্তমানে তিনি এই স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বাংলা বিভাগে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন।

ভয়েস অফ আমেরিকার তরফ থেকে জয়তী দাশগুপ্ত, সাম্প্রতিক COVID-19 বিপর্যয়, সমগ্র ভারতজুড়ে লকডাউন ও শিক্ষাঙ্গনে বিশেষ করে উচ্চ-মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের উপরে তার প্রভাব সম্বন্ধে শ্রীমতি লীনা সেনগুপ্তর সঙ্গে এক সমৃদ্ধ আলোচনা করেছেন।

Your browser doesn’t support HTML5

শ্রীমতি লীনা দাশগুপ্তর সঙ্গে কথা বলেন জয়তী দাশগুপ্ত