যুক্তরাষ্ট্রের অনুকরণে ভারতেও ইংরেজী ভাষায় দক্ষতা প্রদর্শনের বানান প্রতিযোগিতার আয়োজন

যুক্তরাষ্ট্রে স্কুলের ছাত্ররা স্পেলিং বী অর্থাৎ বানান প্রতিযোগিতার সঙ্গে বিশেষভাবে পরিচিত। সহকর্মী ছাত্ত্র, শিক্ষকবৃন্দ এবং আরও অনেক শ্রোতাদের সামনে কঠিন কঠিন শব্দ বানান করে ছাত্র ছাত্রীরা ইংরেজী ভাষায় তাদের দক্ষতা প্রদর্শনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ভারতবর্ষের বাঙ্গালুরু শহরে এরকমই একটি প্রতিযোগিতার আয়োজন করেন Mr. T.V. Ramkrishna.

এ বিষয়ে আজকের যুব সংবাদ পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Faiza Elmasry এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।

Your browser doesn’t support HTML5

যুবসংবাদ পর্বে প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত